মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন অজ্ঞাত ব্যক্তি
মৌলভীবাজারের চাঁদনীঘাট ব্রিজ এলাকায় ঘটে গেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। শুক্রবার বিকেলে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় এক ভদ্রলোক হঠাৎ জ্ঞান হারিয়ে ব্রিজের ওপর রাস্তার মাঝে পড়ে যান। ঘটনা দেখেই আশপাশের পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। যদি কেউ এই ভদ্রলোককে চিনে থাকেন, অনুগ্রহ করে তাঁর পরিবারকে বিষয়টি জানাতে সহায়তা করুন। একটি পরিবার
হয়তো অপেক্ষায় আছে— কবে তাদের প্রিয় মানুষটি ঘরে ফিরবে… দুর্ঘটনার এ মর্মান্তিক মুহূর্তটি স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে।