প্রতিবেদক: MA Muhit
উৎসবমুখর আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠার ৪৭তম দিবস। শনিবার (২২ নভেম্বর) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। দিনের শুরুতে বেলা ১১টায় কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এরপর ৪৭ পাউন্ডের কেক কাটা হয় এবং বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্
তবক অর্পণ করে।পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলী নূর রহমান। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন , “আগে শুধু ইসলামিক এডুকেশন বিভাগ ছিল, এখন নতুন অনুষদসহ থিওলজি ও ইসলামিক স্টাডিজ—এই দুইটি বিভাগ চালু হয়েছে। আরো তিনটি বিভাগের প্রস্তাব সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।” তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণাবাজেট এখনও খুব কম। ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে ইউজিসিতে প্রস্তাব পাঠানো হয়েছে, আশা করি দ্রুতই অগ্রগতি হবে। উন্নয়ন ও অগ্রগতির জন্য সবার সহযোগিতা প্রয়োজন।” সভা শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে কেন্দ্রীয় মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

