প্রতিবেদক: তারফদার মামুন
নিরাপদ সড়ক নিশ্চিতে নিসচা–পুলিশ মতবিনিময়
কমলগঞ্জ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে জনসচেতনতা জোরদারের লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সঙ্গে থানার নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কমলগঞ্জ থানায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে নিসচা কমলগঞ্জ শাখার নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি ও সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং দুর্ঘটনা কমাতে যৌথ উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় নবা
গত অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল নিরাপদ সড়ক চাই আন্দোলনের কার্যক্রমের প্রশংসা করেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিসচা কমলগঞ্জ শাখাকে সবসময় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কমলগঞ্জ থানার তদন্ত ওসি উপস্থিত ছিলেন। নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালামের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী, পৃষ্ঠপোষক দুরুদ মোহাম্মদ, ডা. এস কে নাহিদ, আবু বক্কর, মিজানুল রহমান, সাংবাদিক শামিম আহমদ, হোসাইন আহমেদ, সাহিদ আহমেদ, সালে আহমদ, রাজন মিয়া, মো. মুমিন আহমেদসহ অন্যান্য সদস্যরা। মতবিনিময় শেষে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘নিরাপদ’ ম্যাগাজিন ও নিসচা খচিত পাটের ব্যাগ নবাগত ওসির হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

