প্রতিবেদক: তারফদার মামুন
রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
মোঃকামরুল ইসলাম, শীতার্ত অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে রাঙ্গামাটিতে অর্ধশতাধিক দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)। শীতের শুরুতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সুবিধাভোগীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে এবং স্থানীয়দের মতে এটি সমাজে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা আরও জোরালো করবে। আজ ০২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তীতে অবস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে এই শীতবস্ত্র বিত
রণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর মানবিক ভূমিকা অব্যাহত থাকবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি তাঁর বক্তব্যে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক ভূমিকার ধারাবাহিকতার কথা উল্লেখ করেন। জোন কমান্ডার আশ্বাস দেন, ভবিষ্যতেও এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: জনাব রনদীর চক্রবর্তী, প্রধান পুরোহিত, শ্রী শ্রী রক্ষা কালি মন্দির, জনাব নির্মল চক্রবর্তী, সভাপতি, রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ কমিটি, জনাব বাবলা মিত্র, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী কৈবল্যকুন্জ (রামঠাকুর) মন্দির, জনাব পরিমাল মণ্ডল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি, জনাব অনিক মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি এলাকার প্রায় ৬৫-৭০ জন হিন্দু ধর্মাবলম্বী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, তীব্র শীতের আগে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের জন্য সেনাবাহিনীর এই শীতবস্ত্র বিতরণ একটি সময়োপযোগী এবং অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এটি জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষের প্রতি সেনাবাহিনীর দায়িত্ববোধের প্রতিফলন।

