প্রতিবেদক: তারফদার মামুন
শোকের সময়েও সরকারি নির্দেশনা অমান্য: মৌলভীবাজারে ২–৩টা বন্ধের নির্দেশ উপেক্ষিত
শোকের সময়েও সরকারি নির্দেশনা অমান্য: মৌলভীবাজারে ২–৩টা বন্ধের নির্দেশ উপেক্ষিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সর্বপ্রথম আপসহীন নারী প্রধানমন্ত্রীকে হারানোর শোকে আজ সারাদেশের মতো মৌলভীবাজারেও সরকারিভাবে শোক পালন করা হয়। সরকারের স্পষ্ট নির্দেশনা অনুযায়ী বিকেল ২ ঘটিকা থেকে ৩ ঘটিকা পর্যন্ত সকল সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। নির্ধারিত সময়ের মধ্যেই মৌলভীবাজারের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক ব্যবস
া প্রতিষ্ঠান খোলা থাকতে দেখা যায়। কোথাও শোকের কোনো দৃশ্যমান আয়োজন ছিল না, আবার অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রতি ন্যূনতম সম্মানও লক্ষ্য করা যায়নি। রাষ্ট্রীয় শোক কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি জাতির সম্মান, সংবিধানিক শালীনতা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার প্রতীক। অথচ একটি শ্রেণির ব্যবসায়ী সরকারি নির্দেশনা প্রকাশ্যে অমান্য করে প্রশাসনিক নজরদারিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এই অবহেলা শুধু শোকের মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং আইন ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত মানার সংস্কৃতিকে দুর্বল করার আশঙ্কা তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। কারণ রাষ্ট্রীয় নির্দেশনা মানা কোনো ঐচ্ছিক বিষয় নয়—এটি সবার জন্য বাধ্যতামূলক।

