প্রতিবেদক: MA Muhit
সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশে জনস্রোত ফ্যাসিবাদের পতন হলেও কালো ছায়া রয়ে গেছে: আমীরে জামায়াত
সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে উপচেপড়া জনসমাগম হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এর কালো ছায়া এখনো রয়ে গেছে। জনগণ ভোট নিয়ে কোনো টালবাহানা মেনে নেবে না।” আলিয়া মাদ্রাসা মাঠে মানবস্রোত সমাবেশ শুরু হওয়ার আগেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার–ফ্যাস্টুন নিয়ে মাঠে উপস্থিত হন। বেলা ১টার আগেই ম
াঠ ও আশপাশের এলাকা জনস্রোতে ভরে যায়। প্রধান অতিথির বক্তব্য ডা. শফিকুর রহমান বলেন, “এক দল দেশ লুটপাট করে পালিয়ে গেছে, আরেক দল নিজেদের মধ্যে খুনোখুনি করছে।” “জুলাই সনদ বাস্তবায়নে যে বাধা সৃষ্টি করা হচ্ছে, তা জনগণ মানবে না।” “৮ দল গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ গঠনে মাঠে রয়েছে। ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।” তিনি আরও বলেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। জুলুম-চাঁদাবাজি বন্ধ না হলে জনগণ রুখে দাঁড়াবে।” বিশেষ অতিথিদের বক্তব্য সমাবেশের সভাপতি খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামনুল হক, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, বিডিপি ও জাগপার নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা বলেন— জুলাই বিপ্লবের অর্জন নস্যাৎ করার চেষ্টা চলছে, তা প্রতিরোধ করা হবে। আগামীর নির্বাচন শুধু প্রতীকের নয়, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের নির্বাচন। বিদেশী আধিপত্যবাদী শক্তি নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সকল ইসলামী ও দেশপ্রেমিক দলকে ৮ দলের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। ৮ দলের নেতাদের অঙ্গীকার বক্তারা বলেন— “নতুন ফ্যাসিবাদ গজিয়ে উঠতে দেয়া হবে না।” “মানবিক বাংলাদেশ গঠনে দুর্নীতি–চাঁদাবাজি নির্মূল করতে হবে।” “ভোট দিয়ে দায়িত্ব শেষ নয়, ভোট রক্ষা করাও মানুষের দায়িত্ব।” সমাবেশ সঞ্চালনা ও অন্যান্য বক্তব্য সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট জেলা ও মহানগর ৮ দলের নেতারা। বিভিন্ন কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রেখে ৮ দলের যুগপৎ আন্দোলন চলবে।

