প্রতিবেদক: তারফদার মামুন
বন্য হাতির আক্রমণ ও নৌ অ্যাম্বুলেন্সের দাবি: বরকলের অবহেলিত এলাকায় দীপেন দেওয়ানের মতবিনিময় অনুষ্ঠিত
মোঃ কামরুল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে রাঙামাটির ২৯৯ নং আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান সুভলং ও বরকল ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন। গতকাল সোমবার সকালে কুরকটি বাজার মাঠে অনুষ্ঠিত সভায় স্থানীয়দের মূল দাবি ছিল— নৌ–অ্যাম্বুলেন্স, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এবং বন্য হাতির আক্রমণ থেকে নিরাপত্তা। সভায় প্রধান অতিথি ছিলেন দীপেন দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব.) মণীষ দেওয়ান , রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভো
কেট মামুনুর রশীদ মামুনসহ দলটির জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ২ নং বরকল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন,আমাদের এলাকায় যোগাযোগব্যবস্থা ভীষণ খারাপ, মোবাইল নেটওয়ার্ক নেই। নির্বাচিত হলে একটি নৌ–অ্যাম্বুলেন্স ও নেটওয়ার্ক টাওয়ার চাই। ৯ নং ওয়ার্ড মেম্বার শিবলী চাকমা অভিযোগ করে বলেন,স্বাস্থ্যসেবা, যোগাযোগ, শিক্ষা—সবই এখানে উপেক্ষিত। দীর্ঘদিন ধরে এলাকা অবহেলিত। ৩ নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য তাঁর বক্তব্যে বিএনপিকে ‘অসাম্প্রদায়িক দল’ উল্লেখ করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। বন্য হাতির হামলা: তাৎক্ষণিক উদ্যোগের আশ্বাস স্থানীয়দের বক্তব্য শোনার পর প্রার্থী দীপেন দেওয়ান বলেন,আপনাদের সমস্যা আমি নিজ চোখে দেখলাম। নির্বাচিত হলে এগুলোকে অগ্রাধিকার দেব। বন্য হাতির হামলার বিষয়ে তিনি জানান,এ বিষয়ে আজই ডিএফও ও সিএফ-এর সঙ্গে কথা বলেছি। ক্ষতিগ্রস্তরা যাতে দ্রুত সরকারি ক্ষতিপূরণ পান, সে জন্য সব ধরনের সহায়তা করব।তিনি আরও বলেন, অচিরেই নৌ–অ্যাম্বুলেন্স ও মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবেন। সভায় জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

