প্রতিবেদক: MA Muhit
শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে হুমকির অভিযোগ, ভিডিও ঘিরে তীব্র সমালোচনা!
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসানের বিরুদ্ধে। শুক্রবার (০২ জানুয়ারি ২০২৫ইং) দুপুরে থানার ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনারএকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, আটক এক ব্যক্তিকে ছাড়ানোর দাবিতে ওসির সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে আন্দোলনের নেতা পরিচয় দিয়ে হুমকিমূলক বক্তব্য দেন। পুলিশ সূত্র জানা
য়, শুক্রবার ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এনামুল হাসান নয়ন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে মাহদী হাসানের নেতৃত্বে কয়েকজন থানায় গিয়ে তাকে ছাড়ানোর চাপ দেন। পুলিশের অস্বীকৃতির পর তর্কাতর্কি হয় এবং শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়। হবিগঞ্জ কোর্টের এক সিনিয়র আইনজীবী বলেন, প্রকাশ্যে দেওয়া এমন বক্তব্য ভবিষ্যতে মামলার ক্ষেত্রে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে গণ্য হতে পারে। অভিযোগ প্রসঙ্গে মাহদী হাসান দাবি করেন, রাগের মাথায় কথা বলতে গিয়ে ‘স্লিপ অব টাং’ হয়েছে। জেলা পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বলেন, ভিডিওটি দেখা হয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি জানান, আটক ব্যক্তি আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তা নিশ্চিত নয়।

