প্রতিবেদক: তারফদার মামুন
সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন
সিলেট প্রতিনিধি: সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন সিলেট, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬: পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর দুই দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বুধবার সকাল ১০টায় হযরত শাহজালাল শাহ (রহ.)-এর মাজার জিয়ারত ও শহীদ সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন বিএমএসএফের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। দোয়া পরিচ
ালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল হাকিম রানা। এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, বিএমএসএফ কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জেল হোসেন, জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশের উদ্বোধন করা হয়। সেখানে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন আহমেদ আবু জাফর। সমাবেশে সাংবাদিকদের রুটি-রুজি সুরক্ষা, স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠা এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে জাতীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে ১৪ দফা দাবি আদায়ে দেশের বাকি ৭ বিভাগে সমাবেশের ঘোষণা দেওয়া হবে।

