প্রতিবেদক: MA Muhit
ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় নারী–পুরুষ–শিশুসহ ১৮ বাংলাদেশি আটক।
সৌরভ, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী ও চারজন শিশু রয়েছে। তারা নড়াইল, কক্সবাজার, যশোরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানায় বিজিবি। সোমবার (১৭ নভেম্বর ২০২৫ইং) বিকেলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ৫৮ বিজিবি জানায়, তাদের অধীনস্থ বাঘাডাঙ্গা ও খোশালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সম
য় ১৮ জনকে আটক করে। তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এদিকে, উথলী ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হবে।”

