প্রতিবেদক: তারফদার মামুন
রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গভীর নলকূপ থেকে শিশু সাজিদ উদ্ধার
আবির হাসান: রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে পড়া শিশু সাজিদকে অবশেষে ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের বিশেষ উদ্ধারকারী দল দীর্ঘ ও চ্যালেঞ্জিং এ অভিযান সফলভাবে সম্পন্ন করে। উদ্ধারের পর সাজিদকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক বিষয়টি নিশ্চিত করে বলেন— “এটি ছিল অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ রেসকিউ অপারেশন। শেষ প
র্যন্ত শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরে আমরা সত্যিই স্বস্তি পেয়েছি।” কীভাবে ঘটল দুর্ঘটনা? বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে পরিবারের বাড়ির পাশে থাকা বহুদিনের অকেজো গভীর নলকূপটির মুখ খোলা অবস্থায় ছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত সেখানে পড়ে যায় ছোট্ট সাজিদ। তার বাবার নাম রাকিব। স্থানীয়দের ভাষ্যমতে, নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের, যিনি দীর্ঘদিন ধরে অকেজো নলকূপটির মুখ খোলা অবস্থায় রাখেন। উদ্বেগ, প্রতীক্ষা ও শেষমেশ স্বস্তি সাজিদকে উদ্ধারের জন্য ৩২ ঘণ্টা ধরে টানা কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রতিটি মুহূর্ত ছিল শঙ্কা ও অপেক্ষার। এলাকা জুড়ে সৃষ্টি হয় উদ্বেগের পরিবেশ; শিশুটিকে জীবিত দেখতে সবাই প্রার্থনায় ছিলেন। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাজিদকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। এতে পরিবার, প্রতিবেশীসহ সকলের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে। নলকূপের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন এ ঘটনায় অকেজো গভীর নলকূপের মুখ খোলা রাখার অবহেলা ও নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এসেছে। স্থানীয়রা জানান, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পরিত্যক্ত নলকূপ দ্রুত ভরাট বা বন্ধ করে রাখার ব্যবস্থা নেওয়া জরুরি।

