প্রতিবেদক: তারফদার মামুন
গাজীপুরে প্রাণ গেল আরেক পরিশ্রমী যুবকের
মোঃ সুলতান মাহমুদ, গাজীপুরের শ্রীপুরে নির্মাণশ্রমিক রাসেল মিয়া (২৫) পাঁচতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে শনিবার বিকেলে পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসা ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি পরিবারসহ শ্রীপুরের মাওনা চৌরাস্তা সিঅ্যান্ডবি এলাকায় ভা
ড়া থেকে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। রাসেলের বাবা দুলাল মিয়া জানান, “আমার ছেলে রাসেলসহ আরও ছয়জন শ্রমিক ঠিকাদার রফিকের অধীনে কাজ করছিল। হঠাৎ করে বাঁশের মাচা ভেঙে গেলে রাসেল পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে যায়। সঙ্গে থাকা শ্রমিকেরা তাকে দ্রুত হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না।” ঠিকাদার রফিক মুঠোফোনে বলেন, “দুর্ঘটনা বলে কয়ে আসে না। কাজের সময় হঠাৎ মাচা ভেঙে গিয়ে রাসেল পড়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমি এ পরিবারের পাশে আছি।” জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ বলেন, “ছাদ থেকে পড়ে একজন শ্রমিকের আহত হওয়ার খবর পেয়ে ছাত্র-শিক্ষকেরা ছুটে যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার বিস্তারিত ঠিকাদার জানেন।” শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও যোগাযোগ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ও উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল—নির্মাণশিল্পে নিরাপত্তাহীনতায় প্রতিদিনই কত শ্রমিক জীবন হারাচ্ছেন। রাসেলের অকাল মৃত্যু তাঁর পরিবারের মতো মানুষের হৃদয়েও রেখে গেল গভীর শোক।

