প্রতিবেদক: তারফদার মামুন
দাম কমল মোবাইল ফোনের
নিউজ ডেস্ক: মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টম ডিউটি কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কাস্টম ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের আশা, এই সিদ্ধান্তের ফলে দেশে মোবাইল ফোনের বাজার আ
রও সম্প্রসারিত হবে। পাশাপাশি মোবাইল ফোন খাতে দেশি ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং প্রযুক্তিপণ্যের সহজলভ্যতা বাড়বে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলাম এসব তথ্য জানান। তিনি বলেন, শুল্ক হ্রাসের এই উদ্যোগ ভোক্তা পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে আরও গতিশীল করবে।

