প্রতিবেদক: তারফদার মামুন
মানিকছড়ি চেকপোস্টে ৩০ লিটার চোলাই মদসহ নারী আটক
মোঃ কামরুল ইসলাম, ০১ ডিসেম্বর ২০২৫ : রাঙামাটি থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা পরিবহনের একটি বাসে বিশেষ তল্লাশির মাধ্যমে ৩০ লিটার দেশি চোলাই মদ জব্দ করেছে মানিকছড়ি চেকপোস্টে দায়িত্বে থাকা যৌথবাহিনী। সোমবার দুপুর ২টার দিকে রাঙামাটি থেকে ছেড়ে আসা (রাঙামাটি জ-০৪-০০১৬) নম্বরের বাসটি চেকপোস্টে পৌঁছালে ডিউটিরত সদস্যরা তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে এক নারী যাত্রীর বাজারের ব্যাগ থেকে উদ্ধার হয় ৩০ লিটার চোলাই মদ। আটক নারী সুপর্না ত্রিপুরা (৩০), রাঙামাটির ৭ নং ওয়ার্ডের গর্জনতলি এলাকার বাসিন্
দা। পরে বিকেল ৩টায় জব্দকৃত মদের তালিকা প্রস্তুত শেষে আটক সুপর্না ত্রিপুরাকে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

