প্রতিবেদক: তারফদার মামুন
দ্বিতীয় দফা কাউন্সিলর হিসেবে শপথ নিলেন শেপা উদ্দিন
নিউজার্সি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের Franklin Township- এ দ্বিতীয় দফা কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশি আমেরিকান কমিউনিটি নেত্রী Shepa Uddin। শনিবার (৩ জানুয়ারি) ফ্রাঙ্কলিন টাউনশিপ মিউনিসিপাল ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজার্সি অঙ্গরাজ্যের নবনির্বাচিত গভর্নর Mikie Sherrill। পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করেন শেপা উদ্দিন। এ সময় বার্গেন কাউন্
টির অ্যাসেম্বলি ওম্যান Shama Haider গভর্নরের সঙ্গে যৌথভাবে তাকে শপথ পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে টাউনশিপ কাউন্সিলের অন্যান্য সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কাউন্সিলরদের পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা। শেপা উদ্দিনের স্বামী আব্দুল হাই, পরিবারের সদস্য এলাইসন আলী ও সামিরা উদ্দিনসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ আয়োজনে অংশ নেন। মিউনিসিপাল ভবনের আনুষ্ঠানিকতা শেষে শেপা উদ্দিনের ভাই-বোন ও নিকটতম পরিবারের উদ্যোগে একটি পারিবারিক সংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উল্লেখ্য, নিউজার্সির প্যাটারসনে জন্ম ও বেড়ে ওঠা শেপা উদ্দিনের পরিবার উত্তর আমেরিকায় কমিউনিটি বিনির্মাণে সুপরিচিত। তিনি সিলেটের ভাদেশ্বর গ্রামের মরহুম হাবিব আলীর পুত্রবধূ এবং মৌলভীবাজারের মরহুম আজম উদ্দিনের কন্যা—যাঁরা নিজ নিজ এলাকায় সম্মানিত ও অগ্রসর ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। এই দুই পরিবারের বহু সদস্য বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাস করছেন। শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় শেপা উদ্দিন বলেন, “পুনরায় আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এই দায়িত্ব আমি আমানত হিসেবে গ্রহণ করেছি—ইনশাআল্লাহ সততা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করবো।” তিনি আরও বলেন, মানুষের প্রতি আন্তরিকতা, মায়া-মমতা ও দায়িত্বশীলতার মূল্যায়ন করেই জনগণ তাকে দ্বিতীয়বারের মতো এই দায়িত্ব দিয়েছেন। কমিউনিটির সুখ-দুঃখে পাশে থাকা, ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই আগামীতেও তাঁর প্রধান অগ্রাধিকার থাকবে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেপা উদ্দিন বলেন, “এই আস্থা আমাকে আরও বেশি দায়িত্বশীল করে তুলেছে। আমি আগামীতেও জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই।”

