প্রতিবেদক: MA Muhit
অর্থনৈতিক সংকটে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি বিচার বিভাগের।
অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের জেরে ইরানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী তেহরান ছাড়াও বুরুজের্দ, আরসানজান ও গিলান-এ-ঘার্বসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রেক্ষাপটে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোসেনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিংবা এ ধরনের কর্মকাণ্ডে সমর্থন দিচ্ছে, তারা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে কাজ করছে। সড়কে অশান্তি ও অনিরাপ
ত্তা সৃষ্টিকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিক্ষোভ প্রশমনের অংশ হিসেবে সরকার সীমিত সহায়তা ঘোষণা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সরকার প্রতি পরিবারকে মাসিক প্রায় ৭ ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের দাবি, এই সহায়তা মৌলিক খাদ্যপণ্যের মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে সহায়ক হবে। প্রসঙ্গত, গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজারে মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ থেকে বিক্ষোভের সূত্রপাত হয়। পরবর্তীতে তা দ্রুত দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, এসব বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৩৬ জন নিহত হয়েছেন এবং প্রায় ২ হাজার সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমীর হাতামি বলেছেন, যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সামরিক প্রস্তুতি আগের চেয়ে আরও শক্তিশালী। অপরদিকে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে বলেছেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না।

