প্রতিবেদক: তারফদার মামুন
পটুয়াখালীতে মানবাধিকার দিবস পালন
জাকির হোসেন হাওলাদার বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠান ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী লঞ্চঘাট চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BHRC পটুয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান। এসময় বক্তব্য দেন— BHRC জেলা শাখার সাধারণ সম্পাদক মোল্লা নাসির উদ্দিন যুগ্ম
সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফিরোজ আহমেদ সদস্য মাহফুজা ইসলাম কবি সিদ্দিকুর রহমান পথসভাটি সঞ্চালনা করেন পটুয়াখালী বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজ। সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

