প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজারে ক্রয়কৃত নামজারীকৃত জমির ওপর এসএ উত্তরাধিকারীদের দখল চেষ্টার অভিযোগ
মৌলভীবাজারে ক্রয়কৃত নামজারীকৃত জমির ওপর এসএ উত্তরাধিকারীদের দখল চেষ্টার অভিযোগ মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় নামজারীকৃত ও একাধিক দলিলে বিক্রিত জমি নিয়ে নতুন করে দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে এসএ খতিয়ানের উত্তরাধিকারীদের বিরুদ্ধে। বহু বছর আগে পরপর তিনজন মালিকের নামে আইনগত প্রক্রিয়ায় রেকর্ডভুক্ত হওয়া এই জমি নিয়ে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শামেরকোনা মৌজা (জেএল নং ১০২) এর ১০৭ নং এসএ খতিয়ানে মোট ১৫ শতক জমির মূল মালিক ছিলেন আসকর উল্লা। তিনি ২০/০২
/১৯৮৩ ইং তারিখে ২৪০০ নং দলিলের মাধ্যমে আনোয়ার মিয়া, আফজল মিয়া ও কয়েদ বানুর নিকট জমিটি বিক্রি করেন। পরবর্তীতে তাদের নামে ৪১৯ নং খতিয়ানভুক্ত হয়। এরপর আনোয়ার মিয়া ২০১২ সালের ১০ ডিসেম্বর ৩৫২৩ নং দলিলের মাধ্যমে পূর্বাংশের ৪ শতক জমি বিক্রি করেন আব্দুল মালিকের নিকট, যা পরবর্তীতে ১০৫৫ নং খতিয়ানে নামজারী হয় (আরএস দাগ ৩২২২)। পরবর্তী ধাপে আব্দুল মালিক ১৫/০৭/২০২৫ ইং তারিখে ৩৩৪৫ নং দলিলের মাধ্যমে একই দাগের পূর্বাংশের ৪ শতক জমি বিক্রি করেন পারভীন আক্তারের নিকট। পারভীন আক্তার পরবর্তীতে ২৫-১৩১৭ নং আরএস খতিয়ানে জমিটি নিজের নামে রেকর্ড করান। অভিযোগ রয়েছে—জমির মূল মালিকের উত্তরসূরী হানিফ উল্লার জামাতা মিলাদ মিয়া, তার ছেলে আছকর উল্লা, মেয়ে রাখনা আক্তার ও রাবেয়া বেগম দীর্ঘদিন পর এসে এসএ খতিয়ানের ভিত্তিতে জমি নিজেদের দাবি করা শুরু করেন। শুধু তাই নয়, পারভীন আক্তারকে নিয়মিত প্রাণনাশের হুমকি ও জমি থেকে উচ্ছেদের পায়তারা চলছে বলে জানা গেছে। এমনকি জমির পূর্ববর্তী মালিক আব্দুল মালিককে কাছারী বাজারের আরেকটি জমি বিক্রির জেরে মারধরের অভিযোগও রয়েছে। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ১৮/১১/২০২৫ ইং তারিখে এডভোকেট জহরুল ইসলাম, এডভোকেট নুরুল রহমান ও এডভোকেট খালেদ আহমদ স্থানীয়ভাবে সিসি কমিশন পরিচালনা করেন। এলাকার বাসিন্দা আবু সুফিয়ান মিয়া, মখলিছ মিয়া, আবাছ মিয়া ও সিরাজ মিয়ার মতে—এসএ রেকর্ড মালিক আসকর উল্লা ইতোমধ্যে ১৫ শতক জমি বৈধ প্রক্রিয়ায় বিক্রি করে দিয়েছেন। সেটেলমেন্ট জরিপে মাঠ ফর্সায় ভুলবশত তার নামে পুনরায় রেকর্ড হওয়ায় বর্তমান উত্তরাধিকারীরা বিভ্রান্ত হয়ে জমির দাবি করছেন। অথচ আইনগতভাবে দলিল ও নামজারী অনুযায়ী বর্তমান মালিকই পারভীন আক্তার। সম্প্রতি এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

