প্রতিবেদক: তারফদার মামুন
কত সম্পদের মালিক তারেক রহমান: হলফনামায় প্রকাশ সম্পূর্ণ হিসাব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ (সদর) ও ঢাকা–১৭ (গুলশান–বনানী–বারিধারা–ক্যান্টনমেন্ট) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তিনি দ্বৈত নাগরিক নন। তার বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান এভিনিউয়ের এন-ই-ডি-৩/বি নম্বর বাসা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং বয়স ৫৭ বছরের বেশি। পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন তিনি। আই
নি অবস্থান প্রসঙ্গে হলফনামায় বলা হয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তবে ২০০৭ সাল থেকে মোট ৭৭টি মামলা দায়ের হয়েছিল, যার কিছুতে খালাস, কিছু প্রত্যাহার, কিছু খারিজ ও কিছুতে অব্যাহতি পেয়েছেন। তার স্ত্রী জুবাইদা রহমান পেশায় চিকিৎসক এবং কন্যা জাইমা জারনাজ রহমান ছাত্রী। সম্পদের বিবরণে তারেক রহমান উল্লেখ করেন, তার নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা বা গাড়ি নেই। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্রে তার বিনিয়োগ রয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। ব্যাংক আমানত ও নগদ মিলিয়ে তার নামে আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা, আর স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। এ ছাড়া কোম্পানি ও শেয়ার খাতে তার বিনিয়োগ রয়েছে—স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন শেয়ার মিলিয়ে ৫ লাখ টাকা, কোম্পানি শেয়ার ৪৫ লাখ টাকা এবং কোম্পানিতে অংশীদারিত্ব ১৮ লাখ টাকা। ব্যাংকে তার নামে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার এফডিআর রয়েছে, পাশাপাশি অন্যান্য আমানত আছে ১ লাখ ২০ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ৩৫ লাখ টাকার এফডিআর ও ১৫ হাজার ২৬০ টাকার সঞ্চয়ী আমানত। অস্থাবর সম্পদের মধ্যে অর্জনকালীন ২ হাজার ৯৫০ টাকার গহনা এবং ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাবপত্রের কথা উল্লেখ করা হয়েছে। তার নামে কোনো আগ্নেয়াস্ত্র কিংবা বিদেশে স্থাবর-অস্থাবর সম্পদ নেই। কৃষিজমিও নেই তার। তবে ১ দশমিক ৪ শতাংশ অকৃষি জমি রয়েছে, যার বাজারমূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ১১১ দশমিক ২৫ শতাংশ জমি। এছাড়া ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন যৌথ মালিকানায় রয়েছে এবং ২ দশমিক ৯ শতাংশ জমির ওপর একটি ভবন উপহার হিসেবে পাওয়া। হলফনামায় আরও জানানো হয়েছে, তারেক রহমান, তার স্ত্রী ও কন্যার নামে কোনো সরকারি ঋণ নেই। আয়কর রিটার্ন অনুযায়ী, তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। তার বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং পরিশোধিত আয়কর ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা। অপরদিকে, তার স্ত্রীর মোট সম্পদ ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা, বার্ষিক আয় ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা এবং পরিশোধিত আয়কর ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, যা নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

