প্রতিবেদক: MA Muhit
খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলের পথে, গাড়িবহরে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজাস্থলের উদ্দেশে নিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা ১১টায় গুলশানে নিজের বাসা থেকে গাড়িবহন নিয়ে মানিক মিয়া এভিনিউয়ের উদ্দেশে রওনা হন তিনি। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি প্রবেশ করে। এ সময় সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছিল। মায়ের মরদেহের পাশে একটি চেয়ারে বস
ে কুরআন তেলাওয়াত ও দোয়া পড়তে দেখা যায় তারেক রহমানকে। এই বাসাতেই খালেদা জিয়াকে শেষবারের মতো দেখেন তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিল। পুরো বহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গাড়ির সামনে ও পেছনে এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এদিকে, প্রিয় নেত্রীর শেষ যাত্রায় অংশ নিতে জানাজাস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। শোক ও শ্রদ্ধায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

