প্রতিবেদক: তারফদার মামুন
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রস্তুতি, মৌলভীবাজারে আসছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই শুরু হতে যাচ্ছে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। সেই ধারাবাহিকতায় বিএনপি তাদের প্রচারণার সূচনা করতে যাচ্ছে সিলেট বিভাগ থেকে। দলটির পরিকল্পনা অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার সফরে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, সফরের সম্ভাব্য তারিখ ২২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। ওইদিন বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথ
ি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এদিকে জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন জানান, সফরের শুরুতে তারেক রহমান হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত আরেকটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি আরও জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করেছে। এই জনসভার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

