প্রতিবেদক: তারফদার মামুন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে শুভেচ্ছা ও প্রত্যাশার নতুন অধ্যায়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং একই সঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়েছে। আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আবদুল জলিল ফুল দিয়ে তাঁকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তটি ছিল আন্তরিকতা ও সৌহার্দ্যে ভরপুর। দায়িত্ব গ্রহণের পর এ ধরনের সৌজন্য
সাক্ষাৎ নতুন নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে তথ্য ও সম্প্রচার খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গণমাধ্যমবান্ধব নীতিমালা আরও জোরদার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ প্রকাশ করা হয়। এই সৌজন্য সাক্ষাৎ নতুন দায়িত্ব পালনের সূচনালগ্নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

