প্রতিবেদক: MA Muhit
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ভোটের তারিখ নির্ধারণ করেন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল নির্বাচন কমিশন। সিইসি তার ভাষণে জানান, জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ক গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। তিনি বলেন,
“ গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা অটুট রাখতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।” মনোনয়ন ও যাচাই-বাছাইয়ের তারিখ : ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে তফসিল ঘোষণার পরই রাজনৈতিক দলগুলোতে নড়াচড়া বেড়েছে। বিভিন্ন দল প্রার্থী তালিকা চূড়ান্তে ব্যস্ত সময় কাটাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলেও জমে উঠেছে আলোচনা। সংশ্লিষ্টরা বলছেন, এ বছরের নির্বাচন হবে “রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ” । নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা সিইসি তার ভাষণে নির্বাচনকালীন নিরাপত্তার বিষয়ে বলেন, “দেশব্যাপী আইন–শৃঙ্খলা রক্ষায় সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হবে। কোনোরূপ বিশৃঙ্খলা সহ্য করা হবে না।” নির্বাচন ঘিরে সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল, পর্যবেক্ষণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতের কাজ শুরু হয়েছে।

