প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীকে তলব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–১ (জুড়ী ও বড়লেখা উপজেলা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক প্রার্থীকে তলব করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। কমিশনে দাখিল হওয়া অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখে বড়লেখা উপজেলার রশিদাবাদ চা বাগান এলাকায় গিয়ে তিনি প্রতীকসংবলিত লিফ
লেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন—এমন দৃশ্য ভিডিওতে দেখা যায়। উক্ত ভিডিওটি ফেসবুকে প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, বড়লেখা কর্তৃক যাচাই-বাছাই করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, এ ধরনের কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির স্পষ্ট লঙ্ঘন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীকে আগামী ১২ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১টায় মৌলভীবাজার–১ নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করতে পারবেন। এদিকে, কারণ দর্শানোর নোটিশ যথাযথভাবে জারি ও এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয়, মৌলভীবাজার সূত্রে জানানো হয়েছে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

