প্রতিবেদক: তারফদার মামুন
মৌলভীবাজারে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্যভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। বুধবার (৭ জানুয়ারি) সকালে শহরের মহিলা সংস্থার হলরুমে এ সেমিনার আয়োজন করে আঞ্চলিক তথ্য অফিস, সিলেট। জেলার তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস, সিলেটের পরিচালক মো. আকিকুর রেজা। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান প
াভেল। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা এবং পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন (পিপিএম)। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আলোচনা পর্বে বক্তারা নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের পেশাগত দায়িত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, নির্বাচন ও গণভোটের সময় দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপপ্রচার রোধ এবং সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে। বক্তারা বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতা শুধু খবর পরিবেশন নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক, নিরপেক্ষ ও যাচাই করা তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যম নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

