মৌলভীবাজারে মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে পুলিশের কর্মশালা?
মৌলভীবাজারে মোবাইল ব্যাংকিং প্রতারণা রোধে পুলিশের কর্মশালা নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে এবং বিকাশের সার্বিক সহযোগিতায় "মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অপব্যবহার: তদন্ত ও প্রতিরোধ" বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার
এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
কর্মশালায় আলোচনার মূল বিষয় ছিল—মোবাইল আর্থিক সেবার মাধ্যমে প্রতারণা, জালিয়াতি এবং অন্যান্য অপরাধ মোকাবিলায় পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অপরাধ চক্র শনাক্তকরণ ও তদন্তের কার্যকর কৌশল।
এতে জেলা পুলিশের বিভিন্ন স্তরের ৪৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, "প্রযুক্তির সুবিধার পাশাপাশি কিছু অসাধু চক্র মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার করে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থা ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে কাজ করা হচ্ছে। তবে সাধারণ মানুষকে সচেতন না করলে এই প্রতারণা পুরোপুরি রোধ করা সম্ভব নয়।"
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, সহকারী পুলিশ সুপার শাকিল, বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর (অব.) এ কে এম মনিরুল করিম, বিকাশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুজয় রায়, রবি আল আলম, আসিফ হাসান আদনান এবং সিনিয়র অফিসার জুবায়ের হোসেন।
এই কর্মশালা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধ প্রতিরোধে পুলিশের চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।