ঈদের মধ্যেও ভণ্ডামি! মাত্র ৬ মিনিটে মুনাজাত, প্রভাবশালী কয়েকজনের নামেই দোয়া
পবিত্র ঈদ—এই দিনটি মুসলমানদের জন্য আনন্দ, আত্মশুদ্ধি আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। কিন্তু সেই পবিত্রতার মধ্যেও কখনো কখনো ঢুকে পড়ে পক্ষপাত, ভণ্ডামি এবং লুকানো স্বার্থ। এবার এমনই এক ঘটনা ঘটে গেলো আজকের ঈদের নামাজ পরবর্তী ওয়াজ ও মুনাজাতে। ৩০ মিনিটের ওয়াজে ঈদের তাসবিহ-দোয়া মাত্র একবার ঈদের নামাজের পরে আয়োজিত ওয়াজে বক্তা মাত্র ৩০ মিনিট সময় নিয়ে আলোচনা
করেন। অথচ ঈদের দিনের গুরুত্বপূর্ণ দোয়া, তাসবিহ ও ইসলামী মূল্যবোধের আলোচনার জায়গায় তা ছিল অত্যন্ত সীমিত। শুধুমাত্র একবার সংক্ষিপ্ত ঈদের দোয়া পড়ে তিনি আলোচনার ইতি টানেন। ৬ মিনিটের মুনাজাতে প্রভাবশালীদের নাম ধরে বিশেষ দোয়া সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল মুনাজাত। মাত্র ৬ মিনিটের ওই মুনাজাতে তিনি একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম ধরে ধরে দোয়া করেন , যাঁরা স্থানীয় রাজনীতি বা সামাজিকভাবে পরিচিত। এতে উপস্থিত সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়। ধর্মের পবিত্রতা নাকি ব্যক্তিস্বার্থ? ইসলামের মূল শিক্ষা সমতা, ন্যায় ও আন্তরিকতা। ঈদের মত একটি পবিত্র দিনে একদল ‘প্রভাবশালী’ মানুষের নাম উচ্চারণ করে দোয়া করা এই শিক্ষার সাথে সাংঘর্ষিক—এমনটাই মত বিশ্লেষকদের। এ ঘটনাকে ইসলামকে ‘ব্যক্তিকেন্দ্রিক’ বানিয়ে তোলার চেষ্টা হিসেবেও দেখছেন অনেকে। ঈদের দিনেও যদি পক্ষপাত চলে, তাহলে পবিত্রতা কোথায়? এই ঘটনা আবারো মনে করিয়ে দিলো—ধর্মীয় মঞ্চগুলো কীভাবে ধীরে ধীরে ব্যক্তি স্বার্থে ব্যবহৃত হচ্ছে। প্রশ্ন উঠেছে, ঈদের মত দিনে যদি সবাইকে সমানভাবে দোয়া করা না হয়, তবে সেটা কি আদৌ ইসলাম সম্মত?