এখন

সোমবার, ২১ জুলাই, ২০২৫, ০৯:৫১ এএম

সর্বশেষজাতীয়রাজনীতিসারাদেশবিশ্বখেলাশিক্ষাস্বাস্থ্যমতামতধর্মঅপরাধপ্রযুক্তিবিনোদনঅর্থনীতিআইন ও আদালতপরিবেশবিজ্ঞান
জাগ্রত বার্তাগোপনীয়তার নীতিশর্তাবলিমন্তব্য প্রকাশের নীতিমালাবিজ্ঞাপন

প্রকাশনা ও যোগাযোগ

সম্পাদক: sompadok@jagrotobarta.com
প্রকাশক: contact@jagrotobarta.com


ই-মেইল: info@jagrotobarta.com

বিজ্ঞাপন
ই-মেইল: ads@jagrotobarta.com

© 2025 জাগ্রত বার্তা। সর্বস্বত্ব সংরক্ষিত।

পূর্ণ খবর

জাগ্রত প্রতিবেদক

২২ মে, ২০২৫

Logo
২২ মে, ২০২৫ এ ১২:৪৯

কর্মস্থল এক, দায়িত্ব অন্যত্র – প্রশ্নের মুখে মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগ

News Image

নিউক ডেস্ক: রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত চম্পা দেবী বর্তমানে দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তবে নিয়মিত দেখা যাচ্ছে তাকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে। সংশ্লিষ্ট সূত্রমতে, জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চম্পা দেবী বিভাগজুড়ে একধরনের '

অঘোষিত বিশেষ সুবিধাভোগী'তে পরিণত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরে পাওয়া তথ্যে জানা যায়, চলতি বছরের ১৮ মার্চ চম্পা দেবীকে রাজনগর উপজেলা থেকে বদলি করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে এই বদলির আদেশ মাত্র ৬ দিনের মাথায়, অর্থাৎ ২৪ মার্চ তা স্থগিত করা হয়। এর পরপরই তাকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে পদায়ন করা হয়। যদিও সরকারি নথিতে তার কর্মস্থল বদলানো হয়েছে, বাস্তবে তিনি উভয় জায়গায়ই কার্যত অনুপস্থিত। অভিযোগ রয়েছে, চম্পা দেবী মূলত সিভিল সার্জনের নিকটতম সহকর্মী হিসেবে বিভিন্ন স্থানে ভিজিটের সময় তার সঙ্গে যান এবং ব্যক্তিগত ও দপ্তরীয় কাজে অংশ নেন। স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এসব অনিয়মের ফলে অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে চম্পা দেবীর পদোন্নতি হওয়ায় সেই ক্ষোভ আরও বাড়ছে। এই বিষয়ে চম্পা দেবীর সাথে কথা হলে তিনি জানান, “প্রায় এক মাস ধরে সিভিল সার্জনের অফিসে যাচ্ছি, তবে আমার কোনো নির্দিষ্ট দায়িত্ব নেই। প্রতিটি সেকশনের আলাদা আলাদা কাজ থাকে।” অন্যদিকে, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান এ বিষয়ে বলেন, “চাপ সামাল দিতে সাময়িক সময়ের জন্য তাকে অফিসে এনেছিলাম। বর্তমানে সে তার আগের কর্মস্থলে ফিরে গেছে।” তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রশ্ন উঠেছে—প্রেষণ কি প্রভাবের জোরেই, নাকি প্রশাসনিক গঠনতন্ত্রের বাইরে গিয়ে বিশেষ সম্পর্কের ভিত্তিতে কেউ এমন সুবিধা পাচ্ছেন? স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে স্বাস্থ্য বিভাগের এমন চিত্র জনমনে উদ্বেগ তৈরি করছে।

কর্মস্থল এক, দায়িত্ব অন্যত্র – প্রশ্নের মুখে মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগ

Description

জাগ্রত প্রতিবেদক

জাগ্রত প্রতিবেদন

মৌলভীবাজার

নিউক ডেস্ক: রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত চম্পা দেবী বর্তমানে দায়িত্ব পালন করছেন মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তবে নিয়মিত দেখা যাচ্ছে তাকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে। সংশ্লিষ্ট সূত্রমতে, জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চম্পা দেবী বিভাগজুড়ে একধরনের 'অঘোষিত বিশেষ সুবিধাভোগী'তে পরিণত হয়েছেন। স্বাস্থ্য বিভাগের অভ্যন্তরে পাওয়া তথ্যে জানা যায়, চলতি বছরের ১৮ মার্চ চম্পা দেবীকে রাজনগর উপজেলা থেকে বদলি করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে এই বদলির আদেশ মাত্র ৬ দিনের মাথায়, অর্থাৎ ২৪ মার্চ তা স্থগিত করা হয়। এর পরপরই তাকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেষণে পদায়ন করা হয়। যদিও সরকারি নথিতে তার কর্মস্থল বদলানো হয়েছে, বাস্তবে তিনি উভয় জায়গায়ই কার্যত অনুপস্থিত। অভিযোগ রয়েছে, চম্পা দেবী মূলত সিভিল সার্জনের নিকটতম সহকর্মী হিসেবে বিভিন্ন স্থানে ভিজিটের সময় তার সঙ্গে যান এবং ব্যক্তিগত ও দপ্তরীয় কাজে অংশ নেন। স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এসব অনিয়মের ফলে অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে চম্পা দেবীর পদোন্নতি হওয়ায় সেই ক্ষোভ আরও বাড়ছে। এই বিষয়ে চম্পা দেবীর সাথে কথা হলে তিনি জানান, “প্রায় এক মাস ধরে সিভিল সার্জনের অফিসে যাচ্ছি, তবে আমার কোনো নির্দিষ্ট দায়িত্ব নেই। প্রতিটি সেকশনের আলাদা আলাদা কাজ থাকে।” অন্যদিকে, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান এ বিষয়ে বলেন, “চাপ সামাল দিতে সাময়িক সময়ের জন্য তাকে অফিসে এনেছিলাম। বর্তমানে সে তার আগের কর্মস্থলে ফিরে গেছে।” তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। প্রশ্ন উঠেছে—প্রেষণ কি প্রভাবের জোরেই, নাকি প্রশাসনিক গঠনতন্ত্রের বাইরে গিয়ে বিশেষ সম্পর্কের ভিত্তিতে কেউ এমন সুবিধা পাচ্ছেন? স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে স্বাস্থ্য বিভাগের এমন চিত্র জনমনে উদ্বেগ তৈরি করছে।

>>> অনলাইন সংস্করণ

image

>>>সাম্প্রতিক সংবাদ

>>>গুরুত্বপূর্ণ ও আলোচিত

শান্তির বার্তা নিয়ে ঢাকা শহরে বৃক্ষরোপণ কর্মসূচি

Card Image

শান্তির বার্তা নিয়ে ঢাকা শহরে বৃক্ষরোপণ কর্মসূচি

সর্বশেষ আপডেট এবং এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে ফলো করুন।

Zirrah Solution

>>>গুরুত্বপূর্ণ ও আলোচিত

শান্তির বার্তা নিয়ে ঢাকা শহরে বৃক্ষরোপণ কর্মসূচি